01873111678

Support 24/7

0 Your Cart ৳0.00

Cart (0)

No products in the cart.

মাবা ফুডস ২০১৯ সাল থেকে স্বল্প পরিসরে নিজস্ব পরিচিত গন্ডির মধ্যে নিরাপদ খাদ্য সরবরাহ করে যাত্রা শুরু করে। তখন থেকেই আমরা নিরাপদ খাদ্যের সন্ধানে দেশের আনাচে-কানাচে চষে বেড়াচ্ছি। বর্তমানে আমরা নিরাপদ খাদ্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ অর্গানিক চিকেন, ডাক ফ্রেশ, নিউট্রিভ্যালি ও বেলওয়েথার এগ্রো সহ আরো বেশ কয়েকজন ভাই, যারা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেন তাদের সাথে এক হয়ে কাজ করছি। আমাদের এই নিরাপদ খাদ্য আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ; যারা ডাক্তার, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়, স্কুল আর কলেজের শিক্ষক, পুষ্টিবিদ এবং বিভিন্ন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। ইতিমধ্যে ঢাকা এবং চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক পরিবার আমাদের নিরাপদ খাদ্য আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের নিরাপদ খাদ্য গ্রহন করছেন। আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে আপনার আর আপনার পরিবারের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করুন। আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টিতে সচেষ্ট হই। প্রয়োজনে আপনার মুল্যবান পরামর্শ বা উপদেশ দিয়ে আমাদের সমৃদ্ধ করতে পারেন। নিরাপদ খাদ্য কোন বিলাসিতা নয়, নিরাপদ খাদ্য আমাদের অধিকার।